***খাদ্য অধিদপ্তরাধীন ০৭ ক্যাটাগরির বিভিন্ন শূন্য পদে নিয়োগের আদেশ" ওয়েবসাইটের (www.dgfood.gov.bd) নোটিশ বোর্ড ও নিয়োগ সংক্রান্ত তথ্য বক্সে প্রকাশ করা হয়েছে।*** “সর্তর্কীকরণ বিজ্ঞপ্তি” "এ মর্মে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা যাচ্ছে যে, খাদ্য অধিদপ্তরের নিয়োগের ক্ষেত্রে সকল ধরনের ঘুষ, আর্থিক লেনদেন, স্বজন প্রীতি, তদবির, অনিয়ম ও দুর্নীতির সকল পথ রুদ্ধ করা হয়েছে। তথাপি কেঊ কোন অনৈতিক কর্মকান্ড/আর্থিক অনিয়মে জড়িত হলে দাতা এবং গ্রহীতা উভয়ের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিয়োগ পরীক্ষার খাতাসমূহ কোডিং-ডিকোডিং এর মাধ্যমে মূল্যায়ন করা হবে বিধায় মূল্যায়ন প্রক্রিয়ায় প্রার্থীদের নাম, পরিচয় পুরোপুরি গোপন থাকবে। যে কোন ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। সম্পূর্ণ মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে। এক্ষণে সংশ্লিষ্ট সকলকে প্রতারিত না হওয়ার জন্য সতর্ক করা হলো।" -মহাপরিচালক, খাদ্য অধিদপ্তর। *** খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তরে নিয়োগ সংক্রান্ত সর্তকতা: *** ১. লিখিত, মৌখিক ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সম্পূর্ণ মেধার ভিত্তিতে এবং সরকারি বিধি মোতাবেক কোটার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে। ২. কোন দালাল বা প্রতারকের খপ্পরে পড়ে আর্থিক লেনদেন কিংবা অন্যকোন অসদুপায় অবলম্বন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি। ৩. নিয়োগ বিষয়ে যে কোন তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গন্য করা হবে। ৪. মন্ত্রণালয় বা অধিদপ্তরের কোন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ সংক্রান্ত কাজে আর্থিক লেনদেন কিম্বা প্রতারণায় অংশগ্রহণ করলে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তাদেরকে ধরিয়ে দেয়ার জন্য অনুরোধ করছি। ৬. সম্পূর্ণ দুর্নীতিমুক্ত, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বিশ্বাসযোগ্য নিয়োগ কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করছি। *** ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, সচিব, খাদ্য মন্ত্রণালয় ।
শেখ মুজিবর রহমান
মহাপরিচালক